ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফেরার মিশনে বাংলাদেশ সময় আজ রাত একটায় শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নামছেন হামজা চৌধুরী। হোম ম্যাচে খেলবেন ব্রিস্টল সিটির বিপক্ষে। গত ৯ মে প্রথম প্লে-অফ ম্যাচে ব্রিস্টলের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছিলো শেফিল্ড। ফলে এই ম্যাচে ড্র করলে বা দুই গোলের ব্যবধানে হারলেও উঠে যাবে প্লে-অফের ফাইনালে।
প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে ২৪ মে ওয়েম্বলিতে হবে এক ম্যাচের ফাইনাল। যেখানে শেফিল্ড খেলবে সান্দারল্যান্ড বা কভেন্ট্রি সিটির বিপক্ষে।
প্রতি মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে তিনটি ক্লাব দ্বিতীয় স্তর,চ্যাম্পিয়নশিপে নেমে যায়। একইভাবে চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি ক্লাব প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়।
এর মধ্যে টেবিলের শীর্ষ দুই দল সরাসরি এবং তৃতীয় দলের জন্য টেবিলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দলের মধ্যে প্লে-অফের আয়োজন করা হয়।
প্লে-অফের ফাইনালের আগে টেবিলের তৃতীয় ও ষষ্ঠ এবং চতুর্থ ও পঞ্চম দলের মধ্যে দুই ম্যাচের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল শেষে হয় এক ম্যাচের ফাইনাল।
সেমিফাইনালের প্রথম লেগে শেফিল্ড ৩-০ গোলে ব্রিস্টলকে এবং সান্ডারল্যান্ড ২-১ কভেন্ট্রিকে পরাজিত করে।