ইউরোপের ক্লাব প্রতিযোগিতা সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু আজ। গত মৌসুমে নতুন ফরম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেয়েছিল। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ফরাসি ক্লাব পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়। তবে পিএসজির জন্য এ কাজটি মোটেও সহজ ছিল না। কেননা প্রথম রাউন্ডেই তাদের বিদায়ের শঙ্কা জেগেছিল।
পুরানো আট গ্রুপের পরিবর্তে উয়েফা ৩৬ দলের লিগ পর্ব চালু করেছিল। ফলে প্রতিদ্বন্দ্বিতায় এসেছে ভিন্নতা। গ্রুপ পর্বে আগে একই দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দুটো করে ম্যাচ খেলতে হতো। এখন আটটি ভিন্ন দলের বিপক্ষে খেলতে হয়। ফলে প্রথম পর্বেই ম্যাচের সংখ্যা বেড়েছে।
প্রথম পর্বেই বেশ কিছু বড় ম্যাচ দেখারও সুযোগ হয়েছে। এবার রিয়াল মাদ্রিদ খেলবে দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আবার পিএসজি প্রতিপক্ষ হয়ে প্রতিশোধের নেশায় উম্মুখ হয়ে আছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।
আজ মোট ১২টি দল মাঠে নামছে। আর্সেনাল খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। বেনফিকার প্রতিপক্ষ কারাবগ। টটেনহাম মুখোমুখি হবে ভিয়ারিয়ালের।জুভেন্টাস আতিথেয়তা দেবে বরুশিয়া ডর্টমুন্ডকে। মার্শেইয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবে। আর পিসভি খেলবে জিলোয়াসের বিপক্ষে।
