হঠাৎ করে পথ হারিয়েছে ইতালি লিগের শীর্ষ দল নাপোলি। রবিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা আটালান্টার কাছে নাস্তানাবুদ হয়েছে। ৩-০ গোলে হেরেছে ম্যারাডোনার সাবেক ক্লাবটি।
। আটালান্টার পক্ষে আদেমোলা লুকমান জোড়া গোল করেন। মাতেও রেতেগুই করেন অন্য গোলটি।
আটালান্টার এ জয়ে সেরি-আ’র পয়েন্ট টেবিলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা এসেছে। আটালান্টা ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। নাপোলি অবশ্য ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। তবে আটালান্টার জয়ে বড় উপকার হয়েছে ইন্টার মিলানের। ২৪ পয়েন্ট নিয়ে তারা নাপোলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
আগের দিন নাপোলি কোচ খেলোয়াড়দের আরো বেশি পরিশ্রমী হওয়ার পরামর্শ দিয়ছিলেন। তার এ পরামর্শের প্রথম ম্যাচেই নাপোলি এমনভাবে ধরাশায়ী হয়েছে। সব ধরণের প্রতিযোগিতায় গত ১০ ম্যাচ অপরাজিত ছিল নাপোলি। গত মঙ্গলবার এসি মিলানকে হারিয়ে উড়ছিল তারা। ঘরের মাঠে ধরে রেখেছিল শতভাগ জয়ের রেকর্ড। সে রেকর্ডে ধাক্কা দিতে মোটেও দেরি করেনি ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা।
লুকমান দশম মিনিটে গোল করে আটালান্টাকে এগিয়ে নেন। ঘরের মাঠে গোলের এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই লুকমান আবার স্কোরশিটে নাম লেখান। তার এ গোলের রূপকার ছিলেন ডি কেটেলায়েরা। এ গোলের মাঝ দিয়ে সেরি-আ’র খেলোয়াড় হিসেবে সব ধরণের প্রতিযোগিতায় গোল ও গোলে সহযোগিতায় সবার উপরে স্থান করে নিয়েছেন। এ মৌসুমে ১৬ গোল তার। সঙ্গে গোলে সহযোগিতা করেছেন ১১টিতে।
নাপোলির পরবর্তী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে। ইন্টার মিলান রবিবার রাতে তাদের সপ্তম জয় পেয়েছে। ১-০ গোলে হারিয়েছে ভেনেজিয়াকে। লাউতারো মার্টিনেজ করেন গোলটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















