লা লিগায় বার্সেলোনার পাশে চলে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে নিজেদের মাঠে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। এ জয় তাদের বার্সেলোনার পাশে বসতে সহায়তা করেছে।
ম্যাচের তিন গোলই হয় প্রথমার্ধে। মাত্র চার মিনিটের ব্যবধানে রিয়াল মাদ্রিদ জোড়া গোলের দেখা পায়। কিলিয়ান এমবাপ্পে ৩০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান কমান পেড্রো ডিয়াজ।
২৭ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭। বার্সেলোনারও পয়েন্ট ৫৭। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। এদিকে আতলেতিকো মাদ্রিদের শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। রিয়াল মাদ্রিদের জয়ের তারা হারের লজ্জায় ডুবেছে। গেতাফের কাছে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরেছে তারা। এই হারের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান হারিয়েছে। তাদেরকে ছিটকে দিয়ে বার্সেলোনার পাশে এসেছে রিয়াল মাদ্রিদ। হারের ফলে আতলেতিকোর বর্তমান পয়েন্ট ২৭ ম্যাচে ৫৬।
আতলেতিকোর ভাগ্য আগামী রোববার চূড়ান্ত হতে পারে। এদিন তারা বার্সেলোনার মুখোমুখি হবে। এ ম্যাচে তারা জয় পেলে শিরোপার লড়াই জমজমাট হয়ে উঠবে। আর হারলে এবার শিরোপার আশা অনেকটা ম্লান হয়ে যাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















