শিরোপা জয়ের স্বপ্নে বড় ধাক্কা হজম করতে হয়েছে আতলেতিকো মাদ্রিদকে। শনিবার রাতে লা লিগায় নিজেদের মাঠের খেলায় তারা অপেক্ষাকৃত দুর্বল দল লেগানেসের কাছে হেরে গেছে। এই হার তাদেরকে শীর্ষস্থান থেকে ছিটকে দেওয়ার শঙ্কায় ফেলে দিয়েছে।
শিরোপা প্রত্যাশা আতলেতিকো মাদ্রিদকে স্থানীয় দল লেগানেস ১-০ গোলে হারিয়েছে। টানা আট ম্যাচ জয়ের পর এই হার আতলেতিকোর। এই হারে তারা শীর্ষস্থানও হারাতে পারে। ২০ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ১৯ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। নিজেদের বিশতম ম্যাচে জয় পেলেই আতলেতিকোকে সরিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে উঠে আসবে।
দুর্ভাগ্য বলা যায় আতলেতিকো মাদ্রিদের। সিংহভাগ সময় খেলায় আধিপত্য করেও তারা হার এড়াতে পারেনি। তাদের অন্তত তিনটি শট পোস্টে লেগে ফিরে এসেছে।
আতলেতিকোর এই হারে আঁতোয়া গ্রিজম্যানে নিজেকে ক্ষমা করতে পারবেন না। ম্যাচের ইনজুরি সময়ে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি তিনি।
এদিকে আতলোতিকোর হারের দিনে ড্র করেছে বার্সেলোনা। ফলে শিরোপা লড়াই আরো জমজমাট করার যে সুযোগ তাদের সামনে এসেছিল তা হারিয়েছে তারা। গেতাফের মাঠে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে। নবম মিনিটে করা কুন্দের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ৩৪ মিনিটে গেতাফের হয়ে সমতায় ফেরান মাউরো আরাম্বারি।