আতলেতিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন আলমাদা

থিয়াগো আলমাদাকে দলে ভেড়াতে অনেকটা এগিয়ে গেছে আতলেতিকো মাদ্রিদ। এরই মধ্যে তারা আলমাদার বর্তমান দল বোটাফোগোর সঙ্গে আলোচনাও শেষ করেছে। দুই ক্লাবের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে। এখন অপেক্ষা শুধু আলমাদার ডাক্তারি পরীক্ষা ও চুক্তি স্বাক্ষর।

২০২২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য আলমাদাকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। এ মাসের শুরুতে অ্যাঞ্জেল কোরে ক্লাব ছেড়ে যাওয়ায় আলমাদার দিকে মনোযোগ দেয় স্প্যানিশ ক্লাবটি। তবে বোটাফোগো তাকে ছাড়বে কিনা তা নিয়ে একটা সন্দেহ ছিল। কেননা বোটাফোগোর সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। কিন্তু সব বাধা উপেক্ষা করে আলমাদা আতলেতিকো মাদ্রিদের হতে যাচ্ছেন।

এদিকে আলমাদা যখন আতলেতিকো মাদ্রিদে যাচ্ছেন তখন স্প্যানিশ ক্লাবটি ছেড়ে যাচ্ছেন আরেক আর্জেন্টাইন খেলোয়াড় রদ্রিগো ডি পল। বিশ্বকাপ জয়ী এ তারকাকে দেখা যেতে পারে লিওনেল মেসির সঙ্গে। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আলোচনায় অনেকটা এগিয়ে গেছেন ডি পল।

আতলেতিকোর সঙ্গে ডি পলের চুক্তির মেয়াদ আরও এক বছর রয়েছে। তবে বর্তমান ক্লাবের সঙ্গে পল চুক্তি নবায়ন করেননি।

Exit mobile version