বার্লিনে শনিবার শেষ কোয়ার্টার-ফাইনালে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে সেমিফাইনালে যায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের ৩৫ মিনিটে তুরস্ক লিড নিলেও ৭০ মিনিটে সমতায়ে ফেরে নেদারল্যান্ডস। এর ছয় মিনিট পরই আত্নঘাতি গোলে পিছিয়ে পড়ে তুরস্ক। এই গোলই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তুরস্ককে।