যদিও আত্নঘাতি গোলের মধ্য দিয়ে শেষ হয়েছে, তবুও ম্যাচটা হয়েছে একপেশে। যেখানে স্পেনের আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় পার করতে হয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে। ভ্যালটিন্স অ্যারেনাতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে টানা দুই জয় তুলে নেয় স্পেন। একইসাথে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে লা ফুরিয়া রোজারা। আর রাউন্ড অফ সিক্সটিনের জন্য ইতালিকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের ওপর। যেখানে তাদের প্রতিপক্ষ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।
স্পেন ও ইতালির ম্যাচটা এতোটাই একপেশে ছিলো যে পুরো ম্যাচে স্পেন যেখানে আটবার অন টার্গেটে শট নিয়েছে সেখানে ইতালি নিয়েছে মাত্র একবার। প্রথমার্ধে কম করে হলেও স্পেন চারবার আক্রমণে গিয়েছে। কিন্তু ইতালির জমাট রক্ষণের পাশাপাশি গোলরক্ষকও বাধার দেয়াল হয়ে দাঁড়ান। প্রথমার্ধের শেষ দিকে দিয়ে চিয়েসা অল্পের জন্য গোলবঞ্চিত হন।
দ্বিতীয়ার্ধেও স্পেন বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ চালাতে থাকে। ৫৫ মিনিটে এমন একটি আক্রমণ থেকে দলকে বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন রিকার্ডো কালাফিওরি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















