৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ–হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় আজ দুপুর দুইটায়। মাত্র আধঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে সাধারণ গ্যালারি ও ক্লাব হাউসের সব টিকিট। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের কম্পিটিশন কমিটি।
কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, ‘আমরা সাধারণ গ্যালারি ও ক্লাব হাউসের টিকিট ছেড়েছিলাম, যা ২৪ মিনিটেই বিক্রি হয়ে যায়। পেমেন্ট ফেলিউর বা অন্যান্য কারণে আরও ৫–৬ মিনিট সময় লেগেছে। সব মিলিয়ে আধঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়েছে।’
জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন ১৮ হাজার এবং ক্লাব হাউসে ১ হাজার। মাত্র ৩০ মিনিটে ১৯ হাজার টিকিট বিক্রি হওয়াকে আশ্চর্যজনক বলেই মনে করছেন তাজওয়ার। তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো সংবাদ। অনলাইনেও গ্রাহকরা সহজে টিকিট কিনতে পেরেছেন। কোনো অনিয়ম হলে আমরা তদন্ত করব।’
সিঙ্গাপুর ম্যাচে উগান্ডা থেকে টিকিট কেনার ঘটনা ঘটেছিল। এবারের বিক্রিতে দেশের বাইরে থেকে টিকিট কেনা প্রসঙ্গে তাজওয়ার জানান, এখন পর্যন্ত বাংলাদেশ ও জার্মানি থেকে টিকিট সংগ্রহ বেশি হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















