ইতালির ফুটবল কোচদের সংগঠন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে সাময়িকভাবে বহিষ্কার করার দাবি জানিয়েছে। মঙ্গলবার আনসা সংবাদ সংস্থা জানায়, অ্যাসোসিয়েশন অব ইতালিয়ান কোচেস (এআইএসি) ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনাকে একটি চিঠি দিয়েছে।
চিঠিতে গাজায় চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) এবং বিশ্ব ফুটবল সংস্থা (ফিফা)-কে ইসরায়েলকে সাময়িকভাবে বহিষ্কার করার আহ্বান জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি ইসরায়েলের সঙ্গে মুখোমুখি হবে।
সংগঠনের সভাপতি রেনজো উলিভিয়েরি বলেন, এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, এটি একটি নৈতিক দায়িত্বও বটে। তিনি যোগ করেছেন, মানবতার মূল্যবোধই খেলাধুলার মূল ভিত্তি এবং এটি আমাদের বাধ্য করছে নিপীড়ন ও ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নিতে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অভিযানে গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক হামলায় পুরো উপত্যকা ধ্বংস হয়ে গেছে, এবং অনাহারে আরও অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















