এল ক্ল্যাসিকোতে জয়ের পর লা লিগার শিরোপা জয়ের হাতছোঁয়া দূরত্বে পৌঁছেছে বার্সেলোনা। লা লিগার শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। লিগের এখনো তিন ম্যাচ বাকি থাকলেও বার্সেলোনার শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র।
হেসেখেলে বার্সেলোনা এখন লা লিগার শিরোপার পথে এগিয়ে যাচ্ছে, তবে বাড়ছে আফসোস। ট্রেবল না জয়ের আফসোস। আগেই কোপা দেল রে জয় করেছে বার্সেলোনা। লা লিগাও নিশ্চিত প্রায়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে দলটি। গত সপ্তায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। অথচ ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা তৈরি করেছিল। সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর ফিরতি লেগে ৪-৩ গোলে হেরে যায়। ফলে ৭-৬ গোল গড়ে বার্সেলোনা সেমিফাইনাল থেকে বাদ পড়ে।
কোপা দেল রে’তে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে বার্সেলোনা শিরোপা জয় করে। লা লিগায় শিরোপা জয়ের পথে। অথচ একটা সময় ম্যাচের পর ম্যাচ তারা পয়েন্ট হারিয়ে বিধ্বস্ত হওয়ার পথে ছিল। এক পর্যায়ে আট ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল। চার ম্যাচে হার, তিন ম্যাচে ড্র। অর্থাৎ আট ম্যাচ থেকে তাদের সংগ্রহ ছিল ২৪ পয়েন্টের মধ্যে ৭ পয়েন্ট। তবে পরবর্তীতে ফিনিক্স পাখির মত ঘুরে দাঁড়ায়। গত ১৫ ম্যাচে মাত্র একটা ম্যাচে ড্র করেছে। বাকি ১৪ ম্যাচের জয় নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















