বিশ্বব্যাপী বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের ডামাডোলের মাঝে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড। নিজেদের মাঠের খেলায় আফ্রিকান দেশ সেনেগালের কাছে লজ্জায় ডুবেছে ফুটবলের জনক দেশটি। ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কোন আফ্রিকান দলের কাছে ইংল্যান্ডের এটা প্রথম হার।
গত শনিবার বিশ্বকাপ বাছাই ফুটবলে অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। তিন ম্যাচ থেকে তিন জয় নিয়ে তারা নিজেদের গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। অ্যান্ডোরার বিপক্ষে খেলা ম্যাচে ব্যাপক পরিবর্তন এনে দলটি সাজিয়েছিলেন কোচ টমাস টুখেল। একটা বা দুটো পরিবর্তন নয় বলা দলটাকে আমূল পরিবর্তন করেছিলেন। ওই ম্যাচের একাদশে ১০ পরিবর্তন এনে দল মাঠে নামিয়েছিলেন।
সপ্তম মিনিটে হ্যারি কেনের গোল টমাস টুখেলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। কিন্তু পরের চিত্র যে এমন হবে তা ভাবতেও পারেননি। একে একে তিন গোল হজম করতে হয় ইংল্যান্ডকে। এ জয়ের ফলে সেনেগাল তাদের টানা অপরাজিত ম্যাচের সংখ্যা চব্বিশে উন্নীত করলো। অন্যদিকে টুমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের এটা প্রথম হার।
ম্যাচের শুরুতে গোল হজমের পর সেনেগাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ৪০ মিনিটে ইসমাইলা সারের গোলে সমতায় ফেরায় তারা। হাবিব দিয়ারা ৬২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এর পরেই বদলি খেলোয়াড় জুডে বেলিংহামের গোলে ইংল্যান্ড সমতা এনেছিল। কিন্তু হ্যান্ডবলের কারণে ভিএআর দেখে রেফারি তা বাতিল করে দেন। এই হতাশা সঙ্গী করে ম্যাচ শেষের দিকে এগিয়ে যায়। তবে শেষ মুহুর্তে সাবালি শেষ চমক উপহার দেয় ইংল্যান্ডকে। ৯৩ মিনিটে সেনেগালের হয়ে তৃতীয় গোল করেন তিনি।
