আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে তিউনিসিয়া চূড়ান্ত পর্বে

বিশ্বকাপ বাছাই

আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে তিউনিসিয়া। সোমবার তারা ইকুয়াটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট অর্জন করে।

তিউনিসিয়ার এক জয় ছিল নাটকীয়তায় ভরপুর। নিশ্চিত ড্র ম্যাচে নাটকীয় জয় তাদের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ইনজুরি সময়ের খেলাও শেষের পথে। অপেক্ষায় শেষ বাঁশি শোনার। ঠিক তখনই তিউনিসিয়ার সমর্থকদের গগনবিদারী চিৎকার। ৯৪ মিনিটে মোহামেদ আলী বেন রমধানের গোলে তাদের জয় নিশ্চিত হয়। সে সঙ্গে বিশ্বকাপে খেলাও।

গত শনিবার আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে মরক্কো বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। বাছাই পর্বে মরক্কোর সাফল্যের রেকর্ড ছিল শতভাগ।

ম্যাচ শেষ হওয়ার আগেই তিউনিসিয়া জেনে গিয়েছিল একটা জয় তাদেরকে সরাসরি বিশ্বকাপে পৌঁছে দিতে পারে। মালয়ির কাছে নামিবিয়ার হার তিউনিসিয়ার সামনে এই সুযোগ তৈরি করে দিয়েছিল। তিউনিসিয়ার এখনো দুটো ম্যাচ বাকি। তবে দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়া থেকে তারা ১০ পয়েন্ট এগিয়ে থাকায় আগেভাগে তিউনিসিয়ার চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছে।

২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে চমক দেখিয়েছিল তিউনিসিয়া। যদিও তারা দ্বিতীয় পর্বে উঠতে পারেনি, তবে হারিয়েছিল ফ্রান্সকে। আর ডেনমার্কের সঙ্গে ড্র করেছিল।

Exit mobile version