আদেমালো লুকমান আফ্রিকার বর্ষসেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সোমবার মরক্কোতে এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আতালান্তা ও জাতীয় দলের হয়ে দারুণ একটা মৌসুম পার করার পুরস্কার হিসেবে তিনি এ স্বীকৃতি পেয়েছেন। এদিকে জাম্বিয়ার বারব্রা বান্দা নারীদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আতালান্তার ইউরোপা লিগ জয়ে ২৭ বছর বয়সী লুকমান বড় ভূমিকা রেখেছিলেন। ফাইনালে তিনি হ্যাটট্রিক করেছিলেন। ইউরোপা লিগ জয়ের মাঝ দিয়ে আতালান্তা তাদের ক্লাবের ১১৭ বছরের ইতিহাসে দ্বিতীয় শিরোপার দেখা পায়।
২০২৪ সালের আফ্রিকান নেশনস কাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লুকমান। ফুলহামের সাবেক এই খেলোয়াড় আফ্রিকা কাপ অব নেশনসে তিন গোল করেন। তবে দেশকে শিরোপা এনে দিতে ব্যর্থ হন। ফাইনালে তার দেশ আইভরি কোস্টের কাছে হেরে যায়।
আতালান্তার হয়ে পুরো মৌসুমে তিনি ৪৫ ম্যাচে মাঠে নেমেছেন। করেছেন ১৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল।