দিন কয়েক আগে শুরু হয়েছে ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা। এবার শুরু হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আগামী ১৬ সেপ্টেম্বরে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর। নতুন নিয়মে ৩৬ দল শিরোপা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। গতকাল বৃহষ্পতিবার তার ড্র হলো। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। এবারও তারা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে লড়বে।
এ ছাড়া লিগ পর্বে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। লিগ পর্ব চলবে নতুন বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে। নবম থেকে ২৪তম হওয়া ১৬টি খেলবে প্লে অফে। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যোগ হবে আরও আট দল।
ড্রতে প্রতিযোগী ৩৬ দলকে চারটি পটে রাখা হয়েছিল। প্রথম পটে ছিল হেভিওয়েট সব দল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও ছিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা। সুপার কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাগে প্রত্যেক দলের প্রতিপক্ষ ও ভেনু্যর তালিকা চলে আসে।
একনজরে কে কার প্রতিপক্ষ :
পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।
ম্যানচেস্টার সিটি : বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।
বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সেন্ট–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।
লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।
ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া (অ্যাওয়ে)।
চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।
বরুসিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।
বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।
আর্সেনাল : বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।
