আগামী মার্চে চীনের হাংজুতে নাইজেরিয়া এবং বেইজিংয়ে আইভরি কোস্টের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিলো লাতিন আমেরিকান জায়ান্ট আর্জেন্টিনার। তবে তাঁদের বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ক্ষোভের কারণে তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে নতুন সূচিতে ভেন্যুর পাশাপাশি একটি প্রতিপক্ষও বদলে যায় আলবিসেলেস্তেদের।
সেখানেও নতুন জটিলতার মুখোমুখি তাঁরা। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ঝামেলায় পড়েছে নাইজেরিয়া। এই কারণেই এবার তাঁদের বদলে কোস্টারিকার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
আগেই গুঞ্জন উঠেছিলো নাইজেরিয়ার বিপক্ষে খেলবেনা মেসির দল। অবশেষে এক বিবৃতিতে গতকাল এই তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। একইসাথে তাঁরা নতুন প্রতিপক্ষ হিসেবে কোস্টারিকাকে বেছে নেয়ার কথাও জানিয়েছে।
নাইজেরিয়ার বিপক্ষে না খেললেও আগে থেকেই নির্ধারিত আরেক প্রতিপক্ষ এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আফ্রিকান দেশ নাইজেরিয়া ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেনা। সেই কারণে এই ম্যাচটি বাতিল করা হয়েছে।
এমন অবস্থায় আগামী ২৬ মার্চ কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জলসের কলিসিয়াম স্টেডিয়ামে।
এর আগে ২২ মার্চ লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে এল সালভাদরের মোকাবিলা করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচের সময়সূচি ঘোষণা করেনি এএফএ।