এক ম্যাচ বাদে মেজর সকার লিগে আবার জোড়া গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। আর তাতেই নিউইয়র্ক রেড বুলসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে মেসি জোড়া গোলের পাশাপাশি জোড়া অ্যাসিস্টও করেছেন। ইহোর্দি আলব ও তেলাসকো সেগোভিয়া অন্য তিন গোল করেন। সেগোভিয়া জোড়া গোল করেন।
আগের ম্যাচে হেরেছিল মায়ামি। এ ম্যাচেও তেমন একটা শঙ্কা তাদের পেয়ে বসেছিল। কেননা ম্যাচের বয়স ১৫ মিনিটে হওয়ার আগে গোল হজম করে পিছিয়ে পড়েছিল মেসিরা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। পরের ১৫ মিনিটের মধ্যে তারা জোড়া গোল করে সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনে। শুধু তাই নয়, প্রথমার্ধে ব্যবধানটা ৩-১ করে নেয়। আর দ্বিতীয়ার্ধে মেসি জোড়া গোল করে চূড়ান্ত ফলটা ৫-১ করেন।
মেসি এ ম্যাচে জোড়া গোলের মাঝ দিয়ে মায়ামির সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতেই তিনি জোড়া গোল করেছেন। গত ম্যাচ সিনসিনাতির বিপক্ষে তিনি গোল পাননি। তার দলও জয় পায়নি। টানা পাঁচ ম্যাচ জয়ের পর গত ম্যাচে মেসিরা প্রথম হারের স্বাদ পায়। এক ম্যাচ বাদে আবার তারা জয়ের ধারায় ফিরেছে।
এ ম্যাচে জোড়া গোলের মাঝ দিয়ে মেজর সকার লিগে এ মৌসুমে মেসির গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। আর গোলে সহায়তা করেছেন ২৭টিতে। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর এ পর্যন্ত তিনি লিগে ৪০ গোল করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















