পেনাল্টি পাননি রোনালদো, ফলে গোলও করা হয়নি। রোনালদো গোল না পাওয়ায় আল নাসরও জয় পায়নি। শুক্রবার রাতে সৌদি প্রো লিগ তার দল আল নাসর ২-১ গোলে আল ওরোবাহ’র কাছে হেরেছে।
এই হারের ফলে সৌদি প্রো লিগ জয়ের সম্ভাবনা থেকে আরো দূরে সরে গেল আল নাসর। বর্তমানে ২৩ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪৭। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। ২২ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ রয়েছে শীর্ষে। নেইমারের সাবেক ক্লাব আল হিলাল ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
এ ম্যাচে পয়েন্ট হারানোর মাঝ দিয়ে আল নাসর এবারের মৌসুমে ২৩ ম্যাচের ৯ ম্যাচে পয়েন্ট হারালো।
নিজেদের মাঠের খেলায় আল ওরোবাহ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। ওমর আল সোমাহ ৪০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির পরপরই নাওয়াফ বোশাই গোল করে আল নাসরকে ম্যাচে ফিরিয়ে আনেন। এ সময়ে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। বরং আল ওরোবাহের গুডমানসনের গোল উৎসব দেখতে হয় তাকে। ৬৫ মিনিটে গুডমানসনের গোল আল ওরোবাহ’র জয় নিশ্চিত করে।