শীর্ষে ওঠার নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড যেন নিচে নামার লড়াই করছে। রোববার রাতে সাবেক এই চ্যাম্পিয়ন দল আবার হেরেছে। নিজেদের মাঠের খেলায় ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হয়েছে দলটি। ২-০ গোলে হেরেছে।
এ জয়ের মাঝ দিয়ে গত ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো ম্যানইউয়ের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড। উভয়ার্ধে ওয়েস্ট হাম একটি করে গোল পায়। টমাস সোচেক ও জ্যারড বোয়েন গোল দুটো করেন।
এ জয়ের ফলে ওয়েস্ট হাম ইউনাইটেড ৩৬ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে ম্যানইউ ৩৯ পয়েন্ট পেয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের নিচেই রয়েছে ম্যানইউ। ওয়েস্ট হাম ইউনাইটেড পঞ্চদশ স্থানে রয়েছে, আর ম্যানইউ ষষ্ঠদশ স্থানে রয়েছে।
টমাস সোচেকের গোলে ম্যানইউ ২৬তম মিনিটে পেছনে পড়ে। এ গোলের মাঝ দিয়ে ওল্ড ট্রাফোর্ড এ মৌসুমে দ্বাদশবারের মতো ম্যানইউ পিছিয়ে পড়ে। ৫৭ মিনিটে তারা দ্বিতীয় গোল পায়। ম্যানইউ আর গোল পরিশোধ করতে পারেনি। এর মাধ্যমে ২০০৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পায় ওয়েস্ট হাম ইউনাইটেড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















