আবাহনীকে হারিয়ে মোহামেডানের কাজ সহজ করলো বসুন্ধরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

তিন লাল কার্ডের ম্যাচে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বসুন্ধরার এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথমবারের মতো শিরোপা জয়ের পথে এগিয়ে গেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ম্যাচের উভয়ার্ধে বসুন্ধরার পক্ষে একটি করে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের একেবারে শেষ মুহুর্তে মারামারিতে জড়ায় বসুন্ধরা ও আবাহনীর ফুটবলাররা। ফলে বসুন্ধরার সোহেল রানা সিনয়র, সাদ উদ্দিন ও আবাহনীর শাহিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ভূবন মোহন তরফদার।

১৩তম রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহামেডান। ১১ জয়ের বিপরীতে একটি করে ড্র ও পরাজয় মতিঝিল ক্লাব পাড়ার দলটির। অন্যদিকে, আট জয়ের বিপরীতে তিন ড্র ও দুই পরাজয় আবাহনীর। তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। আর সাত জয়ের বিপরীতে বসুন্ধরার ড্র ও পরাজয় সমান তিনটি করে। তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।

Exit mobile version