সময়ট বেশ খারাপ যাচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্লাব ফুটবলে গোলের সঙ্গে সখ্যতা থাকলেও শিরোপার সঙ্গে যেনো ছিল আড়ি। তবে বুড়ো বয়সে ঠিকই ভেলকি দেখালেন এই পর্তুগীজ। পর্তুগালের দ্বিতীয় উয়েফা নেশনস লিগ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে করেছিলেন জয়সূচক গোল। আর ফাইনালে স্পেনের বিপক্ষে সমতাসূচক গোল করে খেলাকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যান। মোট আট গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।
দলকে শিরোপা এনে দিয়ে আনন্দে ভাসছেন এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়শিপ, ২০১৯ সালের নেশনস লিগের শিরোপার পর আরো একটা নেশনস লিগের শিরোপা যোগ হলো রোনালদোর ক্যারিয়ারে। শিরোপা জয়ের পর রোনালদো বলেন, আমার দায়িত্ব শেষ। এই শিরোপা বর্তমান জেনারেশনের জন্য। তারা যোগ্য হিসেবে এই শিরোপা জয় করেছে। এখানে আমার পরিবার, সন্তান, ভাই, বন্ধুরা রয়েছে। দেশের হয়ে শিরোপা জয় সবসময় একটা বিশেষ কিছু। আমি ক্লাবের হয়ে অনেক শিরোপা জয় করেছি। তবে এই শিরোপা সব কিছুকে ছাপিয়ে গেছে। আমার দায়িত্ব শেষ হয়েছে।
সৌদি ক্লাব আল নাসরে রোনালদোর ভবিষ্যত এখনো অনিশ্চিত। ক্লাব বিশ্ব কাপে খেলবেন কিনা তাও অনিশ্চিত। আগেই জানিয়েছেন ক্লাব বিশ্ব কাপে তার খেলার ইচ্ছা নাই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















