সংযুক্ত আরব আমিরাতে সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। প্রথম প্রীতি ম্যাচে হেরে গেছে তারা। আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে জয় পেয়েছে স্বাগতিক আমিরাত। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া, অন্য গোলটি করেন এলিজাবেথ। আগামী ২ মার্চ একই মাঠে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।
কোচ বাটলারের জন্য এই সফরটা একটু বেশিই চ্যালেঞ্জিং। একেবারে নতুনদের নিয়ে নতুন উদ্যমে শুরু করেছেন তিনি। শুরুতেই আমিরাত পরীক্ষা। গত ৩০ জানুয়ারি সিনিয়র খেলোয়াড়রা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে নতুনদের নিয়ে অনুশীলন চালিয়ে যান। পরবর্তীতে তারা অনুশীলন ফেরার কথা জানালেও দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকায় বিদ্রোহীদের ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ বাটলার।
প্রথম ম্যাচে তিনি ৩-৪-৩ ফর্মেশনে দল সাজান। আক্রমণভাগে ছিল মুনকি আক্তার, মোসাম্মত সুলতানা ও শাহেদা আক্তার। গোল রক্ষায় ছিলেন ইয়ারজান বেগম।
২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে আলো ছড়ানো এই গোলরক্ষক পোস্ট নিশ্ছিদ্র রাখার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সফল হননি। প্রথমার্ধে দারুণ লড়াইয়ের পর ২-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টায় আক্রমণের ধার বাড়ালেও গোল পায়নি তারা, বরং আরো এক গোল হজম করে।