নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে প্রথম জয়ের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে তারা গ্লিমটকে ৩-২ গোলে হারিয়েছে। রাসমাস করেন জোড়া গোল। ম্যানইউয়ের হয়ে অন্য গোলটি করেন আলেহান্দ্রো গারনাচো।
জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়ের পথটা ম্যানইউয়ের জন্য মোটেও সহজ ছিল না। কেননা এক পর্যায়ে তারা ২-১ গোলে পিছিয়ে পড়েছিল। ফলে আরো এক ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পৌঁছেছিল তারা। কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাসামাসের জোড়া গোল তাদের জয় নিশ্চিত করে।
নিজেদের মাঠের খেলায় ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গে ম্যানইউ ভক্তদের আনন্দে ভাসিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলেহান্দ্রো গারনাচো। প্রথম মিনিটেই গোল করেন তিনি। কিন্তু কিছু সময়ের তাদের থমকে দেয় গ্লিমটের দুই খেলোয়াড় হাকোন ও ফিলিপ । মাত্র চার মিনিটের ব্যবধানে তারা দুই গোল করে দলকে এগিয়ে নেন।
হাকোন ১৯ মিনিটে গোল করে সমতায় ফেরান। আর ২৩ মিনিটে গ্লিমটকে এগিয়ে নেন ফিলিপ। বিরতির বাঁশি বাজার আগ মুহুর্তে রাসমাস প্রথম গোল করেন। তার দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে।