সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বেসবল ইউনাইটেড আরব ক্লাসিক বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় ৯টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে।
অংশ নেওয়া দেশগুলো হলো: সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক আরব আমিরাত। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দলে থাকছেন ১৮ জন সদস্য।
অংশগ্রহণকারী দলগুলোকে দুইভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, আরব আমিরাত ও ভারত। ‘বি’ গ্রুপে রয়েছে ফিলিস্তিন, শ্রীলঙ্কা, নেপাল ও সৌদি আরব।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৭ নভেম্বর। এদিন তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ৮ নভেম্বর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলবে। ৯ নভেম্বর বাংলাদেশের দুটো ম্যাচ। এদিন বাংলাদেশের দুই প্রতিপক্ষ আরব আমিরাত ও ভারত। বাংলাদেশ দল ১২ নভেম্বর দেশে ফিরবে।
দলের সদস্যরা: মোঃ আব্দুস ছালাম চৌধুরী, তম্ময় দাস, আজগর হোসেন, মোঃ মোসাব্বেরুল, মোঃ শহীদ আহমেদ, মোঃ ইমরান খান, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ জনি হক, মোঃ রেদোয়ান হোসেন মিদুল, মোঃ রিপন, মোঃ গোলাম মাওলা, মোঃ এহসানুল ফাইজান।
স্ট্যান্ডবাই: আজিজুল হক হাকিম ও আল আমিন হোসেন রিপন।
দলনেতা: রওনক আলম।
টিম ম্যানেজার: আমিনুল ইসলাম লিটন।
প্রধান কোচ: হিরোকি ওয়াতানাবে।
কোচ: আজম আলী খান, রফিক মিয়া চৌধুরী।