গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার মাঝ দিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হয়েছিল ব্রাজিলের। হেরেছিল কলাম্বিয়ার কাছেও। চূড়ান্ত পর্বে সেই ব্রাজিল এখন শীর্ষে। চূড়ান্ত পর্বের তৃতীয় ম্যাচে তারা হারিয়েছে প্যারাগুয়েকে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে জয় পেয়েছে। একই সময়ে অনুষ্ঠিত ম্যাচে কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
প্যারাগুয়ের বিপক্ষে জয়ের মাঝ দিয়ে চূড়ান্ত পর্বে শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে ব্রাজিল। তিন ম্যাচের তিন জয়ে তাদের পয়েন্ট ৯। সমান ম্যাচে আর্জেন্টিনারও পয়েন্ট ৯। তবে গোল পার্থক্যে আর্জেন্টিনা পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের প্রাদো, রায়ান ও সান্তানা গোল করেন। প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান আগুয়ায়ো। কলাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন সুবিয়াব্রে।
চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলের এখনো দুটো করে ম্যাচ বাকি। একটা ম্যাচে তারা মুখোমুখি হবে। অন্য ম্যাচে ব্রাজিল চিলিকে এবং আর্জেন্টিনা প্যারাগুয়েকে মোকাবেলা করবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি আগামী ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। উভয় দল তাদের শেষ ম্যাচ খেলবে ১৬ ফেব্রুয়ারি।
চূড়ান্ত পর্বের পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হবে। তাছাড়া শীর্ষ চার দল সরাসরি ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।