আর্জেন্টিনাকে হারিয়ে মুধুর প্রতিশোধ কলম্বিয়ার

কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিল কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ম্যাচটি ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। বিশ্বকাপ বছাইয়ে এবারের জয়ে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল তারা।

এই হারে আর্জেন্টিনার ১২ ম্যাচের (১১ জয়, এক ড্র) অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। সবশেষ তারা হেরেছিল গত নভেম্বরে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে।

অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া এই মাসেই চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর কলম্বিয়া তাদের আগের ম্যাচে ১-১ ড্র করেছিল পেরুর সঙ্গে।

Exit mobile version