শুরু হয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ৬-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এচেভেরি জোড়া গোল করেছেন। এছাড়া হিদালগো, রুবের্তো ও সুবিয়াব্রে একটি করে গোল করেন। অন্য গোলটি ছিল আত্মঘাতি।
ভেনেজুয়েলাতে বৃহষ্পতিবার শুরু হয়েছে টুর্নামেন্ট। দক্ষিণ আমেরিকার মোট ১০টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, কলাম্বিয়া ও বলিভিয়া রয়েছে ‘বি’ গ্রুপে। শুক্রবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ইকুয়েডর ২-১ গোলে হারায় বলিভিয়াকে। আর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল পরবর্তী রাউন্ডে খেলবে। এ রাউন্ডে প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলবে। এ রাউন্ড শেষে শীর্ষ চারটি দল সরাসরি অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আগামী যুব বিশ্বকাপ চিলিতে অনুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চিলি সরাসরি টুর্নামেন্টে অংশ নেবে।
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল দল ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়নসহ দলটি ১২বার শিরোপা জয় করেছে। আটবার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয়ের সংখ্যায় দ্বিতীয় স্থানে উরুগুয়ে। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা শিরোপা জয় করেছে পাঁচবার।