অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে তারা কিউবাকে ৩-১ গোলে হারিয়েছে। সার্কো জোড়া গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে অন্য গোলটি করেন সাবিয়াব্রে।
গত ২৭ সেপ্টেম্বর চিলিতে শুরু হয়েছে অনুর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। মোট ২৪টি দল ছয় গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। আর্জেন্টিনা খেলছে ‘ডি’ গ্রুপে। কিউবা ছাড়াও গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে আছে ইতালি ও অস্ট্রেলিয়া।
একই দিনে মাঠে নেমেছিল ইতালি ও অস্ট্রেলিয়া। ম্যাচে ইতালি ১-০ গোলে জয় পেয়েছে। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে ইতালিকে টপকে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
এদিকে ব্রাজিল খেলছে ‘সি’ গ্রুপে। তবে দলটি তার সমর্থকদের খুব একটা স্বস্তির খবর দিতে পারেনি। পিছিয়ে পড়ার পর মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। এ গ্রুপে চমক দেখিয়েছে মরক্কো। স্পেনকে হারিয়ে তারা গ্রুপের শীর্ষস্থানের দখল নিয়েছে।
আগামী ১ অক্টোবর আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। একই দিন ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















