দক্ষিণ আমেরিকা অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ব্রাজিলকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনাকে রুখে দিয়েছে কলাম্বিয়া। সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচে বিধ্বস্ত ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।
কলাম্বিয়ার সঙ্গে ড্র’র পর দুই ম্যাচে থেকে ৪ পয়েন্ট নিয়ে ’বি’ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে আর্জেন্টিনা। দুই ম্যাচ থেকে এক জয় নিয়ে ব্রাজিল তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ইকুয়েডর রয়েছে দ্বিতীয় স্থানে।
প্রথম ম্যাচে ব্রাজিলকে নাস্তানাবুদ করে ছেড়েছিল আর্জেন্টিনা। কিন্তু কলাম্বিয়ার বিপক্ষে সেই আর্জেন্টিনা অসহায় হয়ে পড়েছিল। বিশেষ করে ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ রচনা করেছে কলাম্বিয়া। তাদের আক্রমণে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছিল দলটি। তারই ধারাবাহিকতায় পেরিয়ার গোলে ৩৩ মিনিটে কলাম্বিয়া এগিয়ে যায়। ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। তিন মিনিট পরেই এচেভেরির গোলে আর্জেন্টিনা সমতায় ফেরে। এই গোলের মাঝ দিয়ে দুই ম্যাচে এচেভেরির গোল সংখ্যা দাঁড়ালো তিনে।
এদিকে বলিভিয়ার বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল। ১৪ মিনিটে গ্যাব্রিয়েল মোসাকার্ডো এবং ২৮ মিনিটে ব্রেনো বিডন গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। বিরতির পরপরই ৪৭ মিনিটে সেন্টেলা ব্যবধান কমান।