সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ম্যাচে হেরেছে দলটি। বাংলাদেশ সময় বুধবার সকালে আবার তারা বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে মাঠে নামবে। এ বছর এটি হবে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। এমন ম্যাচের আগে দলে অস্বস্তি ভিড় করেছে। একদিকে হারের তিক্ত জ্বলজ্বলে স্মৃতি, অন্যদিকে দলে ইনজুরি সমস্যা।
পেরুর বিপক্ষে দুই নিয়মিত খেলোয়াড়কে ইনজুরির কারণে দলে পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ। দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্তিয়ান রোমেরো খেলতে পারবেন না। উরুর চোটে ভুগছেন মোলিনা। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে একাদশে থাকলেও মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তার পরিবর্তে মাঠে নেমেছিলেন গঞ্জালো মন্তিয়েল। মোলিনার দলে থাকা বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত হয়েছে গিলিয়ানো সিমিওনেকে দলে ডাকার বিষয়টি।
গিলিয়ানো আর্জেন্টিনার সমর্থকদের কাছে তেমন একটা পরিচিত নাম নয়। তবে তার বাবার নামটা সবার কাছে পরিচিত। দিয়াগো সিমিওনের ছেলে তিনি। বাবার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে খেলেন গিলিয়ানো। অলিম্পিক ফুটবলে খেলেছেন। তবে মূল জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি।
টটেনহামে খেলা রোমেরো আগে থেকেই ডান পায়ের সমস্যায় ভুগছিলেন। প্যারাগুেয়ের বিপক্ষে ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন। পায়ের অবস্থার আরো অবনতি হয়েছে।
২০২৬ বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট তালিকায় নেতৃত্ব দিচ্ছে এই আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পয়েন্ট ২২।