২০২৬ সালের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শেষ পর্ব চলে এসেছে। আগামী মাসেই এ অঞ্চলের দলগুলো তাদের শেষ দুই ম্যাচ খেলবে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর। এ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা প্রাথমিক দল ঘোষণা করেছে। অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ঘোষিত দলে নতুন মুখ হিসেবে দলে ডেকেছেন পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজকে।
২৪ বছর বয়সী লোপেজ এ মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করেছেন। লাৎসিও স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোর জায়গায় ডাক পেয়েছেন তিনি। এছাড়া এঞ্জো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কোর জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি।
ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরিকেও দলে ডেকেছেন। তবে চোট থাকায় ডাক পাননি পাওলো দিবালা। চমক জাগানো ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে ডেকেছেন কোচ স্ক্যালোনি।
২০২৬ বিশ্বকাপে এরই মধ্যে আর্জেন্টিনা খেলা নিশ্চিত করেছে। দক্ষিন আমেরিকা অঞ্চলে ১০ দলের মধ্যে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট তাদের। আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন বিরতির পর শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরেরর বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















