নারী কোপা আমেরিকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও চিলি। একে অপরকে টপকে যাওয়ার লড়াই আজ তাদের।
নারী কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে আর্জেন্টিনা ও চিলি। উভয় দল এরই মধ্যে একটি করে ম্যাচ শেষ করেছে। প্রথম ম্যাচেই জয় পেয়েছে দল দুটো। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে চিলি। আজ উভয় দলের সামনে সুযোগ এসেছে একে অপরকে টপকে যাওয়ার। এ ম্যাচের ওপর তাদের সেমিফাইনালের পথ নির্ভর করছে। যারা জয় পাবে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে।
বর্তমানে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ইকুয়েডর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে প্রথম ম্যাচে জয় পায়। আর চিলি প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারায়। ফলে গোল পার্থক্যে আর্জেন্টিনাকে পেছনে ফেলে চিল দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিকে ‘বি’ গ্রুপের খেলায় গতকাল কলাম্বিয়া ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল নেতৃত্ব দিচ্ছে। এক ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
