আর্জেন্টিনা তিনে তিন

নারী কোপা আমেরিকা

টানা তিন জয়ে আর্জেন্টিনা নারী কোপা আমেরিকার সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। সোমবার তারা হারিয়েছে পেরুকে। ১-০ গোলে পাওয়া জয়ে একমাত্র গোলটি করেছেন রদ্রিগুয়েজ। ৮৮ মিনিটে গোলটি করেন তিনি। এ জয়ের ফলে গ্রুপ পর্বে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে নেতৃত্ব দিচ্ছে তারা।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার এখনো একটি ম্যাচ বাকি। সে ম্যাচে তারা স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে। ইকুয়েডর তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে চিলি রয়েছে দ্বিতীয় স্থানে। চিলি শেষ ম্যাচ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে।

পাঁচ দলের গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে। এখন সেমিফাইনালের দ্বিতীয় স্থানের জন্য চিলি, ইকুয়েডর ও উরুগুয়ে লড়ছে।

এদিকে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ব্রাজিল, ভেনেজুয়েলা, কলাম্বিয়া, প্যারাগুয়ে ও বলিভিয়া। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে রয়েছে। তারপর যথাক্রমে পয়েন্ট টেবিলে স্থান করে নিয়েছে ভেনেজুয়েলা (৪), কলাম্বিয়া (৪), প্যারাগুয়ে (৩) ও বলিভিয়া (০)।

আগামী ২৮ জুলাই সেমিফাইনাল পর্ব শুরু হবে। ২ আগষ্ট ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।

Exit mobile version