নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শতভাগ জয় ধরে রেখেছে আর্সেনাল। নিজেদের মাঠের খেলা গতকাল শনিবার রাতে লিডস ইউনাইটেডকে গোল বন্যায় ভাসিয়েছে দলটি। জুরিয়েন টিম্বার এবং ভিক্টর গোয়োকেরেসের জোড়া গোলের সুবাদে ৫-০ গোলে জয় পেয়েছে তারা। এ জয়ের ফলে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা
তবে আর্সেনালের এ জয়ের আনন্দের মাঝে রয়েছে দুঃশ্চিন্তার খবর। বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড উভয়েই চোট নিয়ে মাঠ ছেড়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে আগের ম্যাচে কোনোমতে জয় পাওয়া আর্সেনালকে এ ম্যাচের শুরুতে অগোছালো মনে হয়েছিল। খেলার আগে নতুন খেলোয়াড় এবেরেচি এজেকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেও মাঠে গতি আনতে দলটির যথেষ্ঠ সময় লেগেছে। সেই জড়তা কাটিয়ে ৩৪ মিনিটে প্রথম গোল পায় আর্সেনাল। টিম্বার করেন প্রথম গোলটি। এ অর্ধে আরো এক গোল পায় আর্সেনাল। এটি করেন বুকায়ো সাকা।
দ্বিতীয়ার্ধে জোড়া গোল করতে সময় লাগেনি আর্সেনালের। ৫৬ মিনিট টিম্বার আগের স্কোরশিটে নাম লেখান। তার আগে নিজের প্রথম গোলটি করেন গোয়োকেরেস। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোয়োকেরেস পেনাল্টি থেকে আরো গোল করে বড় জয় নিশ্চিত করেন।
এদিকে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছে। তারা হেরে গেছে টটেনহাম হস্পারের। ২-০ গোলে হার তাদের।
