ইংলিশ প্রিমিয়ার লিগে তলানিতে অবস্থান লিডস ইউনাইটেড। তবে বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয়েছিল। আর তাতেই ছিন্নভিন্ন হয়েছে চেলসি। মৌসুমের সেরা খেলা উপহার দিয়ে চেলসিকে তারা ৩-১ গোলে হারিয়েছে।
চেলসির মতো বড় না হলেও যথেষ্ঠ অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। সান্ডারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে নিজেদের স্বস্তি ঠিকই ধরে রেখেছে তারা। ২-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিয়ে চলেছে।
চেলসির বিপক্ষে হঠাৎ করে লিডস ইউনাইটেডের খেলোয়াড়রা ব্যক্তিগত লড়াইয়ে আলো ছড়িয়েছে। ষষ্ঠ মিনিটে জাকা বিজল গোল করে দলকে এগিয়ে নেন। ক্লাবের হয়ে এটা তার প্রথম গোল। আও টানাকা গোল করেন ৪৩ মিনিটে গোল করে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে নেন। টানাকারও এটি মৌসুমের প্রথম গোল। ৫০ মিনিটে পেদ্রো নেটো ব্যবধান কমালেও ডোমিনিক কালভার্ট আবার ব্যবধান বাড়িয়ে ৩-১ গোলে জয় নিশ্চিত করেন।
লিভারপুলের অবস্থা সত্যিই নাজুক। নিজেদের মাঠের খেলায়ও তারা জিততে পারছে না। ৬৭ মিনিটে তালবির গোলে সফরকারীরা এগিয়ে যায়। ৮১ মিনিটে আত্মঘাতি গোলে হাল এড়ায় লিভারপুল।
পয়েন্ট টেবিল সমর্থকদের খুব একটা দুঃশ্চিন্তা করতে দিচ্ছে না আর্সেনালের খেলোয়াড়রা। মিকেল মেরিনো ম্যাচের শুরুতেই আর্সেনালকে এগিয়ে নিয়েছিলেন। তবে দ্বিতীয় গোল পেতে তাদের ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয। ৯১ মিনিটে বুকায়ো সাকো করেন দ্বিতীয় গোল।
১৪ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে চেলসির সংগ্রহ ২৪। আর লিভারপুলের ভান্ডারে জড়ো হয়েছে ২২। পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে তারা। চেলসি চতুর্থ স্থানে।
