আর্সেনাল পাঁচে পাঁচ

চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্নের জালে আরও এক গোল এবং আর্সেনালের খেলোয়াড়দের উৎসব

ঘরোয়া লিগে সর্বশেষ সাফল্যের হাসি হেসেছিল আর্সেনাল দুই দশকেরও বেশি সময় আগে। আর মহাদেশীয় প্রতিযোগিতায় তারা শেষ হাসি হাসার সুযোগ পেয়েছিল আরও আগে। সেই আর্সেনাল এবার ঘরোয়া লিগে তো বটেই চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখিয়ে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলেও নেতৃত্ব দিচ্ছে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখকে এক প্রকার উড়েয়ে দিয়েছে। ৩-১ গোলে তাদেরকে হারিয়ে শতভাগ জয় পেয়েছে আর্সেনাল। পাঁচ ম্যাচে পাঁচ জয়। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের নেতৃত্বেও তারা। পাঁচ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট তাদের।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলের একটি বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির ট্রফি কেসে ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবের ছয়টি শিরোপা রয়েছে। সেই বায়ার্ন পাত্তাই পায়নি আর্সেনালের সামনে। প্রথমার্ধে অবশ্য সমান তালে লড়ার চেষ্টা করেছে বায়ার্ন। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। দ্বিতীয়ার্ধে স্বল্প সময়ের ব্যবধানে দুই গোল হজম তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দেয়। প্রথমার্ধে ১-১ গোলে লড়াই করা বায়ার্ন দ্বিতীয়ার্ধে মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে। ৬৯ মিনিটে নোনি মাদুকে এগিয়ে নেওয়ার পর ৭৭ মিনিট গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে জুরেন টিম্বার ২২ মিনিটে আর্সেনালকে এগিয়ে নিলেও ৩২ মিনিটে লেনার্ট কার্ল গোল করে বায়ার্নকে খেলায় ফিরিয়ে এনেছিলেন।

এ ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি ছিল না। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ছড়িয়ে দিয়েছিল। ম্যাচের আগে উভয় দলের সঙ্গে শত ভাগ জয়ের কীর্তি ছিল। যে দল জয় পাবে তারাই এককভাবে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দেবে। সে লড়াইয়ে ম্যানুয়েল নয়্যার বায়ার্নকে রাখতে পারলেন না। দলকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হার থেকে রক্ষা করতে পারলেন না।

বায়ার্নের একটাই স্বস্তি হতে পারে, এবারের টুর্নামেন্টে আর্সেনালের জালে প্রথম গোল করেছে তারা। আগের চার ম্যাচ আর্সেনালের জাল অক্ষত ছিল। পাঁচ ম্যাচে ১৪ গোলের বিপরীতে এক গোল হজম করেছে তারা।

Exit mobile version