একদিকে হুলিয়ান আলভারেজ। অন্যদিকে লাউতারো মার্টিনেজ। দুইজনই বিশ্বকাপ জয়ী তারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জাতীয় দলের দুই সতীর্থ বুধবার রাতে মুখোমুখি হয়েছিলেন। লাউতারো পারেননি হাসতে, হুলিয়ান আলভারেজ হেসেছেন শেষ হাসি। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে আলভারেজের আতলেতিকো মাদ্রিদের কাছে লাউতারোর ইন্টার মিলান ২-১ গোলে হেরে গেছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সঙ্গে টক্কর দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইন্টার মিলানের। কিন্তু হারের ফলে ইতালিয়ান ক্লাবটির সেই সুযোগ হাতছাড়া হয়েছে।
নাটকীয় জয় ইন্টার মিলানের। ম্যাচের শুরুতে তারা গোল করে এগিয়ে যায়। আর ইনজুরি সময়ে দেখা পায় জয়সূচক গোলের।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তারকা হুলিয়ান আলভারেজের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। নবম মিনিটে গোলটি করেন তিনি। তবে এ গোলের সিদ্ধান্ত পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে আতলেতিকোকে। হ্যান্ডবলের অভিযোগ রেফারি গোল বাতিল করেছিলেন। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত দেন। এর আগে ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পেতে পারতো স্বাগতিক দলটি। কিন্তু দুর্ভাগ্য তাদের, গোল পায়নি তারা। শুরুতেই ইন্টার মিলানও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ফেডেরিকো ডিমারকো বল বাইরে মেরে সুযোগটি নষ্ট করেন।
বিরতির পর জিয়েলিনস্কির গোলে ইন্টার মিলান খেলায় ফিরে আসে। ড্র নিয়ে মাঠ ছাড়ার একটা সম্ভাবনাও তৈরি হয়। নির্ধারিত সময় ১-১ থাকলেও ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গিমেনেজ গোল করে আতলেতিকোর জয় নিশ্চিত করেন।
পাঁচ ম্যাচে আতলেতিকোর এটা তৃতীয় জয়। ৯ পয়েন্ট তাদের। অন্যদিকে ইন্টার মিলান হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















