আলভারেজের কারণে বদলে গেল পেনাল্টির নিয়ম

গত মার্চ মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ ম্যাচে টাইব্রেকারের সময় পা পিছলে দুইবার বলে পা লেগেছিল আতলেতিকোর হুলিয়ান আলভারেজের। মাঠের রেফারি বুঝতে না পারলেও ভিডিও রেফারি তা ঠিকই ধরে ফেলেছিলেন। নিয়ম অনুযায়ী আলভারেজের শটে হওয়া গোল বাতিল করা হয়। আর এতেই কপাল পোড়ে আতলেতিকো মাদ্রিদের। ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে জয় পায়।

তখনই এ ঘটনায় তোলপাড় হয়েছিল ফুটবল দুনিয়ায়। মঙ্গলবার ফুটবল নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ডাবল টাচ সংক্রান্ত নিয়মের সংশোধনের কথা জানিয়েছে। তারা বলেছে, পেনাল্টি নিতে গিয়ে অসাবধানতাবশতা খেলোয়াড় যদি বলে দুইবার স্পর্শ করেন এবং তা থেকে গোল হয় তবে গোল বাতিল করে আবার শট নেওয়ার সুযোগ দেওয়া হবে।

আগামী জুলাই থেকে এ নিয়ম কার্যকর হবে। তবে ফিফা জানিয়েছেন, চলতি মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে।

আইএফএবি’র সেক্রেটারি লুকাস ব্রুড এক বিবৃতিতে বলেন, যখন পেনাল্টি নিতে গিয়ে খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে এক সঙ্গে দুই পায়ে বা শট নেওয়ার সঙ্গে সঙ্গে অন্য পায়ে বল লাগান তখন অনেক সময় রেফারি গোল বাতিল করে দেন। অথচ নিয়মটি মুলত ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় ছোঁয়ার জন্য প্রযোজ্য।

ব্রড আরো বলেন, এমন অনিচ্ছাকৃত ছোয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, এ ধরণের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যদি অনিচ্ছাকৃতভাবে বল দ্বিতীয়বার পা ছুঁলে গোল না হয়, তাহলে নিয়ম অনুযায়ী বিপক্ষ দলকে ইনডিরেক্ট ফ্রি কিক দেওয়া হবে। আর টাইব্রেকারে এ ধরণের শট ব্যর্থ হলে তা মিস হিসেবেই ধরা হবে।

Exit mobile version