আতলেতিকো মাদ্রিদের দুরাবস্থা শেষ হচ্ছেই না। লা লিগায় পয়েন্ট হারিয়েই চলেছে দলটি। এক সময়কার শিরোপা প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলটি এখন যেন নিচে নামার প্রতিযোগিতায় শামিল হয়েছে। গত রবিবার রাতে তারা অ্যাওয়েতে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
ম্যাচে আতলেতিকো মাদ্রিদের দুরাবস্থার শেষ ছিল না। পেনাল্টি মিস করেছে। লাল কার্ডও পেয়েছে। ম্যাচের শুরুতেই পেনাল্টির সুবাদে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আতলেতিকো। কিন্তু বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ সেই সুযোগটি নিতে পারেননি। তার শট রুখে দেন মায়োর্কার গোলরক্ষক।
শেষ পর্যন্ত ৭৯ মিনিটে গোলের দেখা পায় আতলেতিকো। কনোর কালাঘের গোলটি করেন। এর আগে আলেক্সান্ডার সোরলোথ লাল কার্ড দেকে মাঠ থেকে বহিষ্কৃত হন। মারাত্মক ফাউলের কারণে কোনো সতর্কতা ছাড়াই তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়। একজন কম নিয়ে যেন তেতে ওঠে মাদ্রিদ। আর সে সুবাদে কালাঘের গোল করে দলকে এগিয়ে নেন। ভেদাত মুরিকি ৮৫ মিনিটে মায়োর্কার গোল পরিশোধ করে পয়েন্টে ভাগ বসায়।
পয়েন্ট হারানোর ফলে আতলেতিকো মাদ্রিদ বর্তমানে দ্বাদশ স্থানে নেমে এসেছে। ৫ খেলায় তাদের পয়েন্ট ৬। আর মায়োর্কার পয়েন্ট ২। রিয়াল মাদ্রিদ ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। বার্সেলোনা ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















