ফুটবল ক্যারিয়ারে ব্রাজিল, বার্সেলোনা আর পিএসজিতে একসাথে খেলেছেন দানি আলভেজ ও নেইমার জুনিয়র। বার্সায় থাকাকালীন সময়ে নেইমারকে মানিয়ে নিতে ব্যাপক সাহায্য করেছিলেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।
বার্সেলোনা, সেভিয়া, জুভেন্টাস অথবা পিএসজির মত ক্লাবে সময় পার করা বড় রকমের শাস্তির মুখে পড়েছেন আলভেজ। যৌন নিপীড়নের অভিযোগে বার্সেলোনায় অপরাধী জীবন পার করছেন তিনি।
ধর্ষণের দায়ে সাড়ে চার বছরের কারাদন্ড হয়েছে আলভেজের। তাঁকে সাড়ে চার বছরের কারাদন্ড ও দেড় লাখ ইউরো জরিমানা করেছে স্পেনের আদালত। এর উপর আবার আলভেজের উপর আছে স্ত্রীর করা বিচ্ছেদের মামলা। তাতে এই ব্রাজিলিয়ানের সব সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত রয়েছে। সাবেক এই বার্সা তারকার জরিমানার সেই অর্থ জোগান দিয়েছে তাঁর সাবেক সতীর্থ নেইমারের পরিবার।
আলভেজকে আর্থিক সহায়তা করায় নেইমারের উপর চটেছেন ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান। ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, ক্ষতিপূরনের অর্থ দিয়ে সাজার পরিমাণ কমিয়েছেন আলভেজ। তাঁর শাস্তি কমাতে জরিমানার অর্থ দিয়ে সাহায্য করায় নেইমারের সমালোচনায় মুখর হন হফম্যান।
নেইমারকে নিয়ে গ্লেইসি হফম্যান বলেন, ‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা প্রমাণ করেছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সে অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।’