আলো ছড়ালেন জুনিয়র রোনালদো

ইংরেজিতে একটা প্রবাদ আছে। লাইক ফাদার, লাইক সন। এই প্রবাদের মতো চলছেন সিনিয়র ও জুনিয়র রোনালদো। ফুটবল মাঠে সিনিয়র রোনালদোর মতো সুবাস ছড়িয়ে চলেছেন জুনিয়র রোনালদো। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছে। তার গোলের সুবাদে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

ওয়েলসের বিপক্ষে রবিবার অনুষ্ঠিত ম্যাচটি জুনিয়র রোনালদোর দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে রোনালদো জুনিয়র ইনজুরি সময়ে মাঠে নেমেছিলেন। ফলে সে সময়ে মাঠে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। এবার অবশ্য ম্যাচের শুরু থেকেই ছিলেন। ৪২ মিনিটে ডান পায়ের চমৎকার শটে গোল করেন। এ গোলের সুবাদে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে দলে জায়গা পোক্ত করেছেন জুনিয়র রোনালদো। এ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ ইংল্যান্ড।

পর্তুগাল ফুটবল ফেডারেশন ম্যাচের পর ১৫ বছর বয়সী জুনিয়র রোনালদোর গোলের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, ‘লাইক ফাদার, লাইক সন’।

দিনটি ছিল রোনালদো পরিবারের জন্য এক স্মরণীয় দিন। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এদিন জোড়া গোল করেন সিনিয়র রোনালদো। আল ফেহার বিপক্ষে পিছিয়ে পড়া দলকে জোড়া গোলে জয় এনে দেন রোনালদো। ৯৫২ গোল নিয়ে এখন হাজারতম গোলের দিকে এগিয়ে চলেছেন।

Exit mobile version