এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। মঙ্গলবার রাতে রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে তারা আল আইনকে ৫-১ গোলে হারিয়েছে। রোনালদো একটা গোল করেছেন। অ্যান্ডারসন তালিসকা করেছেন জোড়া গোল। তাদের সঙ্গী হয়েছেন ওয়েসলি রিবেইরো। অন্যটি ছিল আত্মঘাতি।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে আল নাসর তৃতীয় স্থানে উঠে এসেছে। চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। আল হিলাল ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল আহলি।
১২ দলের এই গ্রুপ থেকে শীর্ষ আট দল শেষ ষোলোতে খেলবে। গত বছর এই আল আইনের কাছে হেরেছিল আল নাসর। অথচ এবার আল আইনের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। হার্নান ক্রেসপোর প্রশিক্ষণাধীন দলটি চার ম্যাচ থেকে মাত্র একটা পয়েন্ট পেয়েছে।
আল নাসরের সামনে এবার আল আইন দাঁড়াতেই পারেনি। ম্যাচের শুরু থেকে একের পর এক গোল হজম করেছে। পঞ্চম মিনিটে অ্যান্ডারসন তালিসকা গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের শেষ গোলটিও করেছেন তিনি। ৯৪ মিনিটে তার করা গোলটি তালিসকার দ্বিতীয় ও দলের পঞ্চম গোল ছিল। এর আগে ৩১ মিনিটে রোনালদো দলের হয়ে দ্বিতীয় গোল করেন। ওয়েসলি রিবেইরো গোল করেন ৮১ মিনিটে।