যুদ্ধের ডামাডোলের মাঝে শনিবার থেকে শুরু হয়েছে ক্লাব বিশ্ব কাপ ফুটবল। প্রথম দিনেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু তার মিশনের শুরুটা স্বস্তিদায়ক হয়নি। মিসরের আল আহলি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তার দল ইন্টার মায়ামি।
রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি মায়ামির জন্য ছিল বেশ হতাশাজনক। দারুণ একটা সুযোগ পেয়েও গোল করতে পারেননি মেসি। তার পাওয়া সহজতম সুযোগটি ক্রসবারে লেগে ফিরে আসে। ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচ খেলবে বৃহষ্পতিবার। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি পোর্তো। আর আহলি তাদের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে আটলান্টাকে।
লিওনেল মেসির এ ম্যাচকে ঘিরে আগ্রহের শেষ ছিল না। ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে প্রায় ৬১ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
ব্যাপক পরিবর্তন নিয়ে এবার ক্লাব বিশ্ব কাপ মাঠে গড়িয়েছে। মোট ৩২টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। ইন্টার মায়ামি রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপে অন্য দলটি হচ্ছে পালমেইরাস।
প্রতি গ্রুপ থেকে দুটো করে দল পরবর্তী রাউন্ড হবে। মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে রাউন্ড অব সিক্সটিন। তারপর কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল। আগামী ১৩ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।