মঞ্চ প্রস্তুত ছিল। অপেক্ষা একটা পয়েন্টের। অর্থাৎ জয় নয়, ড্র যথেষ্ঠ। কিন্তু ড্র নয়, জয় নিয়েই মাঠ ছেড়েছে আল ইত্তিহাদ। আল রায়েদের বিপক্ষে এ জয় সৌদি প্রো লিগে করিম বেনজামার দল আল ইত্তিহাদকে শিরোপা এনে দিয়েছে। ইত্তিহাদের এটি দশম শিরোপা।
এক মৌসুম পর আবার শিরোপা উদ্ধার করেছে আল ইত্তিহাদ। তবে ইউরোপ কাঁপানো ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো সৌদি প্রো লিগে শিরোপার দেখা পাননি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা করা রোনালদো সৌদি লিগেও গোল বন্যা বইয়ে দিয়েছেন। তার ব্যক্তিগত সাফল্যের খাতা ভারী হলেও দলীয়ভাবে তিনি ব্যর্থ হয়েছেন।
২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। পরপর দুই মৌসুমে শিরোপা জিততে পারেননি। এবারও সম্ভাবনা ছিল না। কেননা বেশ আগেই তারা শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছিল।
বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি আল ইত্তিহাদের জন্য মোটেও সহজ ছিল না। নবম মিনিটেই ইত্তিহাদ পিছিয়ে পড়েছিল। এরপরই ঘুরে দাঁড়ায়। একে একে তিন গোল করে তারা জয় তুলে নেয়। ৩২ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট তাদের। ৩১ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ৬৮অ=।