এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোল বন্যা বইয়ে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। শুক্রবার নিজেদের মাঠ কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার ক্লাব গোয়াংজুকে ৭-০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে রেকর্ড পঞ্চম শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল আল হিলাল।
সেমিফাইনালে আল হিলাল ক্লাবের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। অন্য কোয়ার্টার ফাইনালে আর এক সৌদি ক্লাব আল আহলি ও থাইল্যান্ডের বুড়িয়াম ইউনাইটেডের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে তারা।
আল আহলি এর আগে ১৯৯১, ২০০০, ২০১৯ ও ২০২১ সালে শিরোপা জয় করেছে। ক্লাবটি আরো পাঁচবার আসরে ফাইনাল খেলেছে।
ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিল আল হিলালের। প্রথমার্ধে তারা ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে তারা চার গোল পায়। সাত গোল করেছেন ভিন্ন সাত খেলোয়াড়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















