অবশেষে শেষ হতে যাচ্ছে নেইমার ও আল হিলাল সম্পর্ক। চূড়ান্ত স্বাক্ষর হয়নি, তবে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষ হয়েছে। নেইমারের সম্পর্কের ইতি হতে যাওয়ার বিষয়টি গতকাল সোমবার জানিয়েছে তার সৌদি ক্লাব আল হিলাল। ফলে নেইমারের এখন আর ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দেওয়ার পথে আর কোনো বাধা থাকছে না।
সৌদি প্রো লিগ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় জানায়, উভয় পক্ষ একটা সমঝোতায় পৌঁছেছে এবং আল হিলাল নেইমারের সুন্দর ভবিষ্যত কামনা করছে।
এদিকে ব্রাজিলের একটা সূত্র জানিয়েছে, নেইমার সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য চুক্তি হতে পারে। আগামী বৃহষ্পতিবার বা শুক্রবার এ বিষয়টি পরিস্কার করা হবে।
২০২৩ সালে প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু সেখানে তার সময়টা মোটেও ভালো কাটেনি। ইনজুরিতে বেশির ভাগ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। আল হিলালে যোগ দেওয়ার কয়েকদিন পরেই ইনজুরি আক্রান্ত হয়ে তিনি মাঠের বাইরে চলে যান। গত অক্টোবরে মাঠে ফিরলেও বেশিদিন থাকতে পারেননি। আবার ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে যেতে হয়। সেই ইনজুরির কারণে তাকে আল হিলাল ছাড়তে হলো।
২০০৯ সালে সান্তোসের হয়ে নেইমার তার ক্যারিয়ার শুরু করেছিলেন। জাতীয় দলের হয়ে তিনি ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।