ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির ৪র্থ শিরোপা

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শেষ দিনে কোন নাটকীয়তা তৈরি হয়নি। নিজেদের মাঠে লন্ডনের ক্লাব ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ শিরোপা ঘরে তুললো পেপ গার্দিওলার শিষ্যরা। গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন। অন্য গোলটি রদ্রির। ওয়েস্ট হ্যামের হয়ে একটি গোল শোধ করেন ওয়েস্ট হ্যামের ঘানাইয়ান মিডফিল্ডার মোহাম্মদ কুদুস।

ইউরোপের অন্য শীর্ষ লিগগুলো অনেক আগেই উত্তাপ হারিয়েছে। কয়েকম্যাচ হাতে রেখেই যেখানে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, বেয়ার লেভারকুসেন শিরোপা নিশ্চিত করে নিয়েছে সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডে শিরোপা ফয়সালা হয়েছে।

৩৮ রাউন্ডের লিগে ৩৭ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলো ম্যানচেস্টার সিটিই। দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানে ছিলো আর্সেনাল। অথচ মৌসুমের বেশিরভাগ সমই শিরোপা রেসে এগিয়ে ছিলো আর্সেনাল। কিন্তু শেষদিকে এসে তাদের পা হড়কায়।

এমনকি শীর্ষ তিনে থাকা ম্যানসিটি, লিভারপুল ও আর্সেনাল একের পর এক পয়েন্ট হারাতে থাকে। এর মধ্যে লিভারপুলের সম্ভাবনাই এক সময় প্রবল হয়ে ওঠে। অথচ শিরোপা রেস থেকেই তারা ছিটকে যায়।

ম্যানচেস্টার শহরে এসসময় ইউনাইটেডের ছায়ায় থাকা সিটি এখন পুরো ইংল্যান্ডের সবচেয়ে দাপুটে ক্লাব। পেপ গার্দিওলার হাত ধরে গত আট মৌসুমে ছয়টি লিগ শিরোপা জয় করলো। এদিকে কোচ হিসেবে বর্তমান চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না বলে ইঙ্গিত দিয়েছেন গার্দিওলা। যা শেষ হবে ২০২৫ সালের জুন মাসে।

Exit mobile version