ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই দারুণ জমে উঠেছে। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডকে হারিয়ে লড়াই জমজমাট করে তুলেছে। আর্লিং হালান্ডের করা গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানসিটি।
ম্যানসিটির এ ম্যাচের মাঝ দিয়ে শীর্ষস্থানীয় সব দলের ২৫টি করে ম্যাচ শেষ হয়েছে। বর্তমানে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুল নেতৃত্বে রয়েছে। ৫৬ পয়েন্ট নিয়ে ম্যানসিটি দ্বিতীয় স্থানে। আর ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। অবস্থা এমন যে একবার পা হড়কালেই পয়েন্ট টেবিলে নিজ নিজ স্থান হারানোর বড় শঙ্কা সবসময় মাথার উপরে উড়ে বেড়াচ্ছে।
এ জয় ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকে দারুণ স্বস্তি এনে দিয়েছে। কেননা ম্যাচের একমাত্র গোলটি হালান্ডের। এ গোলের মাঝ দিয়ে হালান্ড তার হতাশা কিছুটা হলেও দূর করতে পেরেছেন। গত ম্যাচে চেলসির বিপক্ষে একের পর এক সুযোগ নষ্ট করে স্পষ্টভাবে হতাশা ব্যক্ত করেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। এই ম্যাচে গোলের মধ্য দিয়ে হালান্ড তার গোলসংখ্যা ১৭ তে নিয়ে গেলেন।
হালান্ডের এ গোলের রূপকার ছিলেন হুলিয়ান আলভারেজ। তার চমৎকার থ্রু থেকে বল পেয়ে হালান্ড লক্ষ্যভেগ করেন। এ গোলের মধ্য দিয়ে হালান্ড প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোলের কীর্তি গড়েছেন।
এ ম্যাচটা অনেকটা চেলসির বিপক্ষে খেলা ম্যাচের মতোই ছিল। একের পর এক সুযোগ নষ্ট হয়েছে তাদের। ব্রেন্টফোর্ডের গোল লক্ষ্য করে অন্তত ২৫টি শট নিয়েছে তারা। যেমনটি নিয়েছিল চেলসির বিপক্ষে। হালান্ডের গোল করার আগ পর্যন্ত এমনই হতাশায় ভুগতে হয়েছে তাদের।