উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছে গ্রিস। শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় তারা। ইংলিশদের বিপক্ষে এটি তাদের প্রথম জয়। বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের এমন পরাজয় হয়তো কল্পনাও করতে পারেননি স্বাগতিক সমর্থকরা।
ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটেই পাভলিদিসের গোলে লিড পায় গ্রিস। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। অনেক চেষ্টার পর ৮৭তম মিনিটে ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান জুড বেলিংহ্যাম। তাতে ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি।
কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের পাভলিদিস ম্যাজিক। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে গ্রিসকে জয়সূচক গোল এনে দেন তিনি। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে গ্রিস। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড।