ইংল্যান্ডের অনন্য রেকর্ড

বিশ্বকাপ বাছাই ফুটবল

ইংল্যান্ডের অনন্য রেকর্ড

অনন্য রেকর্ডে ইংল্যান্ড

অবিশ্বাস্য সব কর্মকাণ্ড করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি

ইউরো অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে সবার আগে নাম লিখিয়েছে ইংল্যান্ড। ইউরো অঞ্চল থেকে এ পর্যন্ত যে দলগুলো চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে ইংল্যান্ডে তাদের এক মাস আগেই সেখানে পৌঁছে যায়। বিশ্বকাপ বাছাই পর্বে ইংল্যান্ডের অনন্য রেকর্ড অবিশ্বাস্য সব কর্মকাণ্ড করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। বাছাই পর্বে তারা অপরাজিত তো বটেই শতভাগ ম্যাচে জয় পেয়েছে। শুধু তাই নয়, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে, বিপরীতে একটা গোলও হজম করেনি তারা। আট ম্যাচে আট জয়। প্রতিপক্ষের জালে ২২ বার বল ফেলেছে। বিপরীতে নিজেদের জাল রেখেছে অক্ষত।

ওয়েম্বলিতে গত ২১ মার্চ ২-০ গোলে আলবেনিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছিল ইংল্যান্ড। বাছাই পর্বের শেষ ম্যাচে সেই আলবেনিয়াকে হারিয়েছে এবং একই ব্যবধানে।

বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করে ইংল্যান্ডের অনন্য রেকর্ড দেখেছেন বিশ্ব। তাদের আগে বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ ম্যাচে সাফল্যের কীর্তি রয়েছে জার্মানির। ২০১৮ সালের বিশ্বকাপে ১০ ম্যাচের সবগুলোই জিতেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।তারা অনেক বেশি গোল করেছিল। ইংল্যান্ডের প্রায় দ্বিগুন, ৪৩ গোল করেছিল দলটি। তবে তাদের জালেও প্রতিপক্ষরা বল ফেলেছিল, তিন গোল হজম করেছিল ইংল্যান্ড। বাছাই পর্বে গোল বন্যা বইয়ে দিলেও চূড়ান্ত পর্বে গোল খরায় ভুগেছিল দলটি। তিন ম্যাচে মাত্র দুই গোল করেছিল, হজম করেছিল চার গোল। বিদায় নিয়েছিল প্রথম পর্ব থেকে।

২০১০ সালের বিশ্বকাপের আগে স্পেন ও নেদারল্যান্ডস বাছাই পর্বে শতভাগ সাফল্য পেয়েছিল। স্পেন সেবার ১০ ম্যাচের সবগুলোতে জয় পেয়েছিল। ২৮ গোলের বিপরীতে ৫ গোল হজম করেছিল। নেদারল্যান্ডস ৮ ম্যাচের আটটিতেই জয় পেয়েছিল। ১৭ গোল করে দুই গোল খেয়েছিল।

১৯৮২ সালে বিশ্বকাপ বাছাইয়ে পশ্চিম জার্মানি ৮ ম্যাচের আটটিতে জয় পেয়েছিল। ৩৩ গোল করেছিল তারা। তাদের জালে বল ঢুকেছিল তিনবার।

এবার শুধু ইংল্যান্ড নয়, নরওয়েও শতভাগ জয় পেয়েছে। ৮ ম্যাচের আটটিতে জয় তাদের। ৩৭ গোল করেছে, তারা জালে বল গেছে পাঁচবার।

ইংল্যান্ডকে ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে স্পেনের। ৫ ম্যাচের সবগুলো ম্যাচ জিতেছে তারা। ১৯ গোল করেছে। কোনো গোল হজম করেনি। ১৮ নভেম্বর তারা বাছাই পর্বের শেষ ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে। এদিন কোনো গোল হজম না করে জিতলেই তারা ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করবে।

Exit mobile version